Motion Graphics in After Effects


কোর্সটি করে যা শিখবেন

Adobe After Effects এর বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল জ্ঞান অর্জন করতে পারবেন
অ্যানিমেশন, ক্যারেক্টার অ্যানিমেশন, প্লাগইন, মোশন ট্র্যাক করতে হয় তা জানতে পারবেন
ভিডিও ইফেক্টসের বেসিক


কোর্সটি সম্পর্কে

গ্রাফিক্স ডিজাইন এবং অ্যানিমেশন এর জগতে মোশন গ্রাফিক্স খুবই বৈশিষ্ট্যপূর্ণ একটি স্কিল যা আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে।

তাই একবিংশ শতাব্দীর এই স্কিলের সাথে আপনাকে পরিচিত করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো “Motion Graphics with Adobe After Effects” এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একদম বিগিনার লেভেল থেকেই যে কেউ মোশন গ্রাফিক্স শিখতে পারে।

এই কোর্সে আপনি শিখবেন কীভাবে Video Effects অ্যাপ্লাই করতে হয়, 2D এবং 3D এর বেসিক, গ্রিন স্ক্রিন মোশন ট্র্যাক, অ্যানিমেশনের Intro, Outro প্রিপারেশন ইত্যাদি। সাথে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল Adobe After Effects এর ব্যবহারও শিখবেন এই কোর্স থেকে।

কোর্সটি কাদের জন্য?

  • যারা মোশন গ্রাফিক্স শুরু করতে চান কিন্তু কোথাও ভালো রিসোর্স খুঁজে পাচ্ছেন না।
  • যেসকল শিক্ষার্থীরা গ্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেশনে দক্ষতা অর্জন করতে চান।
  • যাঁরা মোশন গ্রাফিক্স স্কিলে ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন করতে চান।


কোর্সটির বৈশিষ্ট্যগুলো কী কী?

  • ভিডিও লেকচার, কুইজ এবং নোটস এর সাথে এই কোর্সে আছে প্র্যাক্টিকাল প্রজেক্ট ফাইল যা আপনার অনুশীলনে সহায়তা করবে।
  • কোর্সটি মোশন গ্রাফিক্সে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারেও সহায়তা করবে।


Post a Comment

Previous Post Next Post
Loading comments...