Cartoon Drawing & Animation


শিক্ষক

Antik Mahmud
YouTuber; Founder & CEO at
Antik Animated

কোর্সটি করে যা শিখবেন

অ্যানিমেশন তৈরির প্রক্রিয়া খুব সহজেই ধাপে ধাপে শিখতে পারবেন
অ্যানিমেশনের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন
Adobe Animate, Audacity Video ইত্যাদি টুলসের খুঁটিনাটি শিখতে পারবে

কোর্স সম্পর্কে

টয় স্টোরি, ফ্রোজেন, স্পিরিটেড অ্যাওয়ে, কুংফু পান্ডা, হালের মিনিয়ন; একটু হলেও কার্টুন বা অ্যানিমেশন দুনিয়ার খোঁজ রাখেন, অথচ এদের চেনেন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। এসব কার্টুন-অ্যানিমেশন দেখার সময় কখনো কি মনে হয়েছে, "ইশ আমিও যদি এমন অ্যানিমেশন তৈরি করতে পারতাম!"? যারা আঁকা-আঁকি করেন, তাদের কাছে অ্যানিমেশন খুবই আকর্ষণীয় একটা বিষয়। কিন্তু অ্যানিমেশন তৈরির অনলাইন টিউটোরিয়ালগুলোর বেশিরভাগই ইংরেজিতে৷ যার কারণে অনেক কিছুই আমরা বুঝে উঠতে পারি না। আবার ধাপে ধাপে না শেখানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অজানাই থেকে যায়। আর নতুন অ্যানিমেটরদের এই সমস্যা দূর করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে "Cartoon Animation" কোর্স!

কার্টুনিস্ট, অ্যানিমেটর ও ইউটিউবার অন্তিক মাহমুদ আপনাকে অ্যানিমেশন- এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার থেকে শুরু করে, সাউন্ড ডিজাইন কিভাবে করা যায়, Adobe Animate এবং অন্যান্য টুলস ব্যবহার করার স্কিলস ও কৌশল এবং অ্যানিমেশন- এর খুঁটিনাটি সবই শেখাবেন এই কোর্সে।

এই কোর্স থেকে যা যা শিখবেন:

  • অ্যানিমেশন তৈরির বেসিক খুঁটিনাটি শেখা যাবে।
  • কীভাবে স্টোরিবোর্ড ও কনসেপ্ট আর্ট তৈরি করতে হয়।
  • কীভাবে Adobe Animate ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করতে হয়।
  • ব্লকিং, টাইমিং এবং স্পেসিং সম্পর্কে জানা যাবে।
  • Audacity Video ব্যবহার করে কীভাবে বেসিক সাউন্ড ডিজাইনিং করা যায়।


Post a Comment

Previous Post Next Post
Loading comments...