সবার-জন্য-ভোকাবুলারি by 10 Min School



Munzereen Shahid
MS (English), University of Oxford (UK); BA, MA (English), University of Dhaka; IELTS: 8.5

বইটি সম্পর্কে

তুমি কি জানতে ইংরেজি ভাষায় ১৭ হাজারেরও বেশি শব্দ রয়েছে ? এখন তোমারতো লাইন ধরে এতগুলো শব্দ মনে রাখার দরকার নেই । কিন্ত এমন কিছু শব্দ তোমার অবশ্যই জানা প্রয়োজন যেগুলো তোমার অনুভূতিকে সুন্দরভাবে প্রকাশ করবে।

তুমি হয়তো চিন্তা করছো কীভাবে তোমার শব্দভান্ডারকে সমৃদ্ধ করার জন্য এই বহুল ব্যবহৃত শব্দগুলো মনে রাখবে। যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো । দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মুনজেরিন শহীদের লেখা “সবার জন্য ভোকাবুলারি “ বইটি তোমাকে সেই সকল শব্দের সঙ্গে পরিচয় করাবে যেগুলোর সাহায্যে তুমি তোমার অনুভূতিকে আরো সঠিকভাবে প্রকাশ করতে পারবে।

গড়ে তুমি প্রতিদিন ২৫ টিরও বেশি সংলাপে অংশগ্রহণ করো। এটা হতে পারে কোনো আনুষ্ঠানিক সংলাপ কিংবা বন্ধুদের আড্ডা। আমরা প্রায়ই অন্য কারো কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সঠিক শব্দ প্রয়োগ করতে পারি না। এখানে এই বইটি তোমার ত্রাণকর্তা হতে পারে। এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যেন অনেকগুলো ভোকাবুলারি তোমার আয়ত্তে থাকে এবং এর ফলে দৈনন্দিন জীবনে তুমি যেকোনো সংলাপ কোনো প্রকার বাধা ছাড়াই চালিয়ে যেতে পারবে।

“সবার জন্য ভোকাবুলারি “ বইটি ইংরেজিতে তোমার অনুভূতি প্রকাশকে আরো সহজ করবে এবং একইসাথে তোমার ইংরেজি শব্দভান্ডারকে সমৃদ্ধ করবে। বইটি তোমাকে ১৮০০ নতুন শব্দ শেখাবে এবং কীভাবে এই শব্দগুলো তুমি তোমার সংলাপে ব্যবহার করবে তাও দেখিয়ে দিবে। একইসাথে নতুন শব্দগুলো মনে রাখতে তোমার কোনো সমস্যাই হবে না। কারণ বইটিতে রয়েছে পর্যাপ্ত ছবি ,ডায়াগ্রাম এবং দরকারি নানা জিনিস।

এখনি সংগ্রহ করে ফেলো তোমার বইটি।

কাদের জন্য এই বইটি?

  • আমরা যারা নতুন শেখা ইংরেজি শব্দগুলো মনে রাখতে পারি না , এমনকি একাধিকবার পড়া সত্ত্বেও।
  • আমরা যারা বাংলা অনুবাদ ,উচ্চারণ এবং বাক্যে প্রয়োগের মাধ্যমে ইংরেজি শব্দ শিখতে চাচ্ছি।
  • আমরা যারা বারবার চেষ্টা করেও ইংরেজি ভোকাবুলারি আয়ত্তে আনতে পারছি না।
  • আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংরেজি শব্দভান্ডার আরো সমৃদ্ধ করতে চাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post
Loading comments...